হিজবুল্লাহ রকেট আক্রমণ, ইসরায়েলে ছড়িয়ে পড়ল দাবানল

ইসরায়েলের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, খোলা জায়গায় কতগুলো রকেট পড়েছে। যার জেরে দাবানল ছড়িয়ে পড়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hizbullah

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, খোলা জায়গায় কতগুলো রকেট পড়েছে। যার জেরে দাবানল ছড়িয়ে পড়েছে।  অন্যদিকে, হিজবুল্লাহের তরফে জানানো হয়েছে, ইসরায়েলের সাফেদ এবং হাইফায় পাঁচটি রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। 

ইসরায়েলের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, গ্যালিলি-গোলান স্টেশন থেকে আটটি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে এবং কাছাকাছি কৃষি জমি এবং একটি প্রকৃতি সংরক্ষণে তাদের বিস্তার রোধ করতে সক্রিয়ভাবে কাজ করছে। দলগুলি এই অঞ্চলে অবতরণকারী ক্ষেপণাস্ত্র দ্বারা ছড়িয়ে পড়া একাধিক অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

ইসরায়েল ও  লেবাননের হিজবুল্লাহের মধ্যে সংঘাত ক্রমেই বেড়ে চলেছে। ইজরায়েল হিজবুল্লাহের ওপর আক্রমণের নামে লেবাননের একাধিক বহুতলে, হাসপাতালে হামলা করেছে। লেবাননের হাজার হাজার মানুষ বাধ্য হয়ে নিজের বাসভবন ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।