নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।
এই অবস্থায় ভারতীয় দূতাবাস নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। নেপালের ভারতীয়রা সাহায্য চাইতে +977-9851316807 নম্বরে কল করতে পারেন।