পাকিস্তানে হাইজ্যাক হওয়া ট্রেনে কাদের পণবন্দি করল জঙ্গিরা! শুনলে চমকে যাবেন

পণবন্দিদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ, অ্যান্টি-টেররিজম ফোর্স (ATF) এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সদস্যরাও রয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan train haijack


নিজস্ব সংবাদদাতা:  রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাকিস্তানে। পুরো একটি ট্রেন হাইজ্যাক করেছে জঙ্গিরা। ভয়াবহ এই ঘটনায় যাত্রীদের একাংশকে পণবন্দি করে রাখা হয়েছে, আর পাক সেনা অভিযান চালালে সকলকে হত্যা করার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিরা।

হাইজ্যাক হওয়া ট্রেনটিতে মোট ৯টি বগি ছিল। এটি বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল, সেই সময় রেললাইনে বিস্ফোরক রেখে ট্রেনটি দখল করে জঙ্গিরা।

সূত্রের খবর, পণবন্দিদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ, অ্যান্টি-টেররিজম ফোর্স (ATF) এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সদস্যরাও রয়েছেন। তারা সবাই ছুটিতে পাঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে পাকিস্তান প্রশাসনের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

hijacktrain