ALERT: আরও গরম পড়বে! জুলাইতে যা হবে...

বর্ষাকাল আসতে কিছু সময় বাকি। কিন্তু গরম যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে তাতে মনে হয় না বর্ষায় কোনও বিশেষ সুরাহা হবে। বরং আগামী পাঁচ বছর পৃথিবীর জন্য একটা বড় চ্যালেঞ্জ আসতে চলেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
heatbengal

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব উষ্ণায়ন (Global Warming) নিয়ে চিন্তার বার্তা দিল রাষ্ট্রসংঘের আবহাওয়া বিভাগ। বলা হচ্ছে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই আট বছর উষ্ণতম বছর হিসাবে গণ্য করা হয়। কিন্তু এবার বলা হচ্ছে আবহাওয়ার দ্রুত পরিবর্তন (Weather Change) হতে চলেছে। সেক্ষেত্রে এবার তাপমাত্রা (Temperature) হু হু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ বছরে এই গরমের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত উষ্ণতম বছর (Warmest Year) হতে চলেছে।

মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে চলেছে যাকে বলা হয় এলনিনো (El Nino)। জুলাই মাসের শেষের দিকে এই এলনিনোর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ আর সেপ্টেম্বরের শেষ দিকে এই সম্ভাবনা ৮০ শতাংশ।