বাংলাদেশে শুধু হাহাকার ! ভয়ে আত্মগোপন ছাত্রীর... ভয়ঙ্কর গল্প উঠে এল

বাংলাদেশের হাসিনা সমর্থকদের ভয়ে আত্মগোপন করতে হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bangladesh devi

 

 


নিজস্ব সংবাদদাতা: এককালে বাংলাদেশে যাঁরা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, এখন তাঁরাই আত্মগোপন করে দিন কাটাচ্ছেন।  ফতিমা (নাম পরিবর্তিত) বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছিলেন। তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের সদস্য ছিলেন। চলতি বছরের আগস্ট থেকে তিনি কার্যত আত্মগোপন করে রয়েছেন। 

শেখ হাসিনা গত ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু বর্তমানে তিনি পদচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন। তাঁর দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লিগের নেতা কর্মী ও  ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। সেই পরিস্থিতিকে আরও কঠিন করে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফতিমা বলেন, বর্তমান বাংলাদেশ সরকার হাসিনা সরকারের জনপ্রিয়তাকে একেবারে শেষ করে দিতে চাইছে। এই সরকারের বিরুদ্ধে কোনও কথা বললেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিরোধীদের কাছ থেকে চাকরীর সুযোগ, পড়াশোনার সুযোগ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।