নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল হামাসের যুদ্ধের জন্য ইসরায়েলের অনেক দিককেই দায়ী করেছেন ভারতে লেবাননের রাষ্ট্রদূত ডঃ রাবি নারশ। এবার স্পষ্ট উত্তর দিলেন ইরান যোগ নিয়ে। ইসরায়েল-হামাস সংঘর্ষে কি ইরান জড়িত? লেবাননের রাষ্ট্রদূতের সাফ কথা,"আমি ইরানের পক্ষে কথা বলি না। তারা নিজেদের পক্ষে কথা বলে, কিন্তু আমি যা শুনেছি তা হল তারা জড়িত নয়। তারা জড়িত হতে চায় না এবং এখন পর্যন্ত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি বিরাজ করছে এবং হিজবুল্লাহ বা ইরানের কোনো সম্পৃক্ততা নেই। এটা শুধুমাত্র এক পক্ষের হামলা, ফিলিস্তিনি ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের পক্ষ থেকে। ফিলিস্তিনের অবকাঠামো। এটা একটা জাতিগত নিধন। ইসরায়েলের তরফে গণহত্যা। এটা পাগলামি এবং এই পাগলামি বন্ধ করতে হবে।"