৮০০টি টানেলের মধ্যে দিয়েই নিরাপদে হামলা চালাত, বড় তথ্য প্রকাশ্যে

গাজায় ইজরায়েলের সেনাবাহিনী ৮০০টি টানেল ও ব্যাঙ্কারের সন্ধান পায়। এর সাহায্যেই হামাস নিরাপদে হামলা চালিয়ে যেত বলে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। যার বেশির ভাগ ধ্বংস করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
tunnel Gaza.jpg

নিজস্ব সংবাদদাতা:  ইজরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা অভিযানের পর থেকে হামাসের প্রায় ৮০০টি ব্যাঙ্কার ও টানেলের হদিশ পাওয়া গিয়েছে। তারমধ্যে অর্ধেকেরও বেশি সুড়ঙ্গ ইজরায়েলের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। দুই সপ্তাহ আগেই ইজরায়েলের বাহিনী প্রথমবার হামাসের টানেলের কথা বলেছিল। সেই সময় তারা জানিয়েছিল, হামাস নিরাপদে তাদের যুদ্ধ পরিচালিত করতে শত শত টানেল তৈরি করে রেখেছে। সেই টানেলগুলো ধ্বংস করার কথা সেদিনই ইজরায়েলের সেনাবাহিনী জানিয়ে দেয়।