হামাস সন্ত্রাসী হামলা: শিকার দেশের একের পর এক মানুষ, এবার ভারতের সীমান্ত দেশ নেপাল

ইসরায়েলি সন্ত্রাসী হামলা নিয়ে এবার ট্যুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী। 

author-image
Aniket
New Update
dw

File Picture

নিজস্ব সংবাদদাতা: হামাস সন্ত্রাসী হামলার ফলে ইসরায়েলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এবার নেপালের প্রধানমন্ত্রী ট্যুইট করে বিশেষ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামাস সন্ত্রাসী হামলার ফলে ইসরায়েলে নেপালের ৯ জন মানুষ শিকার হয়েছেন। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Israel attack: Videos surface showing Hamas gunmen fire at residents -  BusinessToday

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড ট্যুইট করেছেন, "আমি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা করছি। নেপালের নয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই সংকটময় সময়ে, আমি আহত নেপালি এবং অন্যান্য নির্দোষ শিকার এবং তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই"।