নিজস্ব সংবাদদাতা : আরো এক বিধ্বংসী ঝড়! দ্বীপ জুড়ে চললো তাণ্ডব। আতঙ্কের নতুন নাম টাইফুন হাইফুই। রবিবার পূর্ব তাইওয়ানে ল্যান্ডফল করেছে হাইকুই। প্রবল বর্ষণের সঙ্গী হয় ঝোড়ো হাওয়া। ল্যান্ডফলের আগেই চার হাজার মানুষকে বিপদের কবলে থাকা অঞ্চলগুলি থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।চার বছরের মধ্যে দ্বীপটিতে সরাসরি আঘাত হানা প্রথম বড় ঝড় হল হাইকুই। বিধ্বংসী ঝড়ের কারণে বাতিল করা হয়েছে কয়েকশো বিমান। তাইওয়ানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে স্থানীয় সময় বিকেল ৩টে ৪০ নাগাদ পূর্ব তাইওয়ানের একটি পাহাড়ী কাউন্টি উপকূলীয় তাইতুং-এ ল্যান্ডফল করেছে হাইকুই। চলে বিধ্বংসী তান্ডব। গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। বিকেল ৩ টের পর থেকেই প্রবল বেগে বইছিল ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৫৪ কিলোমিটার। ২১ হাজার এরও বেশি পরিবার বিদ্যুৎ হারিয়েছে।সোমবার সন্ধ্যার মধ্যে টাইফুনটি তাইওয়ান প্রণালীতে চলে যাবে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া দফতর।