পাকিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলা, শেষ হাফিজ সইদ ঘনিষ্ঠ

হামলার পরপরই তারা দ্রুত পালিয়ে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hafizz.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের করাচিতে ঈদ-উল-ফিতরের দিন অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন লস্কর-ই-তৈয়বার (LeT) শীর্ষ অর্থদাতা আব্দুল রেহমান। তিনি ছিলেন সন্ত্রাসী সংগঠনের অন্যতম প্রধান অর্থায়নকারী ও হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই বন্দুকধারী মোটরবাইকে এসে করাচির এক দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় রেহমানকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত পালিয়ে যায়। সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

shoot

যা জানা যাচ্ছে, রেহমান দীর্ঘদিন ধরে লস্কর-ই-তৈয়বার জন্য অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থানে সংগঠনের তহবিল সংগ্রহ করতেন। সংগৃহীত অর্থ তিনি লস্কর-ই-তৈয়বার উচ্চপর্যায়ের নেতাদের কাছে পাঠাতেন। এই কাজের জন্য করাচিতে তার ব্যাপক প্রভাব ছিল। 

করাচি পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের পিছনে সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে। হত্যার কারণ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি প্রতিদ্বন্দ্বী কোনো গোষ্ঠীর পরিকল্পনা, তা এখনো স্পষ্ট নয়। অনেকের মতে, এটি সন্ত্রাসবিরোধী কোনো অভিযানের অংশও হতে পারে। তবে এই হত্যাকাণ্ড লস্কর-ই-তৈয়বার অর্থায়ন ব্যবস্থার ওপর বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।