নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ২৯ গ্রামবাসী নিহত

নাইজেরিয়ার অশান্ত উত্তর-মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রামে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,বম্বভ

নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার অশান্ত উত্তর-মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রামে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মালভূমি রাজ্যে হামলার পর মঙ্গলবার সন্ধ্যায় অনেক গ্রামবাসী নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। মূলত পশ্চিম আফ্রিকার দেশটির প্রত্যন্ত জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতার সর্পিলে এটি সর্বশেষ ঘটনা।

স্থানীয় বাসিন্দা ফিলিপ পামশাক জানান, সোমবার গভীর রাতে বন্দুকধারীরা মালভূমি রাজ্যের মাঙ্গু স্থানীয় সরকার এলাকার তিনটি গ্রাম লক্ষ্য করে গুলি চালিয়ে এবং বাড়িঘর জ্বালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে।

মালভূমির গভর্নর সাইমন লালং বলেছেন, "আমি এই হামলায় বিচলিত এবং নিরাপত্তা বাহিনীকে সন্দেহভাজনদের খুঁজে বের করতে এবং তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি।"

লালংয়ের মুখপাত্র মাকুট মাচাম বলেন, 'গভর্নর এটিকে সংকটময় ব্যবসায়ী ও অপরাধীদের আরেকটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন, যাতে রাজ্যকে বেদনা ও অন্ধকার দিনগুলোতে ফিরিয়ে আনা যায়।'