এই মুহূর্তের বড় খবর, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-এয়ার স্টেশনে বন্দুকবাজের হামলা

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-এয়ার স্টেশনে বন্দুকবাজের হামলা হয়েছে বলে জানা গিয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্ম্প মাজিদ বিগ্রেড ইতিমধ্যে এই হামলায় দায় স্বীকার করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
gunman1111.JPG


নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম এয়ার স্টেশন তুরাবাত পিএনএস সিদ্দিকে বন্দুকবাজ হামলা করেছে বলে জানা গিয়েছে। সোমবার রাতেই এই হামলা হয়। একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে পাকিস্তানের একটি পত্রিকা দাবি করেছে। বালুচিস্তান লিবারেশন আর্মির মাজিদ বিগ্রেড ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।  

1111111.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg