১০০০ টাকা কমে গেল লঙ্কার দাম!

অবাক করার মতো বিষয়। যে লঙ্কার দাম একদিন আগেও ছিল ১০০০ টাকা প্রতি কেজি আজ তার দাম ১০০ টাকা প্রতি কেজি।

author-image
Anusmita Bhattacharya
New Update
chilli1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভারত থেকে চালান পৌঁছতেই বাংলাদেশের বাজারে ব্যাপক দাম কমে গেল কাঁচা লঙ্কার। রবিবার থেকে সোমবারের মধ্যে কেজি প্রতি ১০০০ টাকা কমে গেছে কাঁচা লঙ্কার দাম। রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ৬০ টন লঙ্কা ভারত থেকে বাংলাদেশে পৌঁছে যায়। এর পরই পতন হয় লঙ্কার দামে। 

গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বাজারে কাঁচা লঙ্কার দর দেখে মধ্যবিত্তের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। একদিকে টানা বৃষ্টির জেরে উত্‍পাদনে ঘাটতি, তার ওপর ধর্মীয় অনুষ্ঠানের জন্য লঙ্কার বিপুল চাহিদা থাকায় লঙ্কার নাম কেজি প্রতি ১০০০ টাকা ছাড়িয়ে যায়। রবিবারও ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে কেজি প্রতি ১২০০ টাকায় কাঁচা লঙ্কা কিনেছে মানুষ। আর সোমবার সকালে ঢাকাসহ বিভিন্ন বাজারে কেজিপ্রতি কাঁচা লঙ্কার দাম দাঁড়ায় ১০০ বাংলাদেশি টাকা।