নিজস্ব সংবাদদাতাঃ গ্রিস কর্তৃপক্ষ একটি নদী দ্বীপ থেকে ৯১ জন অভিবাসীকে উদ্ধার করে তুরস্ক সীমান্তের কাছে একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রে স্থানান্তর করেছে। পুলিশ জানিয়েছে, এই গোষ্ঠীর মধ্যে ৩২ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং ৩৪ জন শিশু রয়েছে। অভিযানে রেড ক্রস উপস্থিত ছিল। বেশ কয়েকজন অভিবাসী পুলিশকে জানিয়েছে, তারা সিরিয়া থেকে এসেছে।
অভিবাসীরা অন্তত শুক্রবার থেকে এভরোস নদীর তীরে একটি দ্বীপে অবস্থান করছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, রবিবার অভিবাসীরা গ্রিসের দিকে চলে যায়, যার ফলে উদ্ধার অভিযান শুরু হয়।
উল্লেখ্য, গ্রিস সরকার শনিবার শপথ নেওয়া তুর্কি সরকারের কাছে সীমান্ত কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধন এবং অবৈধ পারাপার রোধের আবেদন জানিয়েছে।