নিজস্ব সংবাদদাতাঃ প্যারিসের একটি শহরতলির মেয়রের বাড়িতে হামলা চালানোর পর পুলিশের গুলিতে নিহত ফরাসি কিশোরের দিদিমা বিক্ষোভকারীদের দাঙ্গা বন্ধের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভকারীদের উদ্দেশে নিহত কিশোরের দিদিমা বলেন, 'থামো। জানালা ভাঙবেন না, স্কুল, বাস ভাঙবেন না। আমি সেই দুই পুলিশ কর্মীর উপর রাগান্বিত, যারা আমার নাতিকে দুটি রাইফেল বাট দিয়ে মাথায় আঘাত করেছে এবং যে তাকে হৃদয়ে গুলি করেছে। যারা আইন ভঙ্গ করবে তাদের শাস্তি দেওয়া হবে। আমি ন্যায়বিচারে বিশ্বাসী।'
প্যারিসের শহরতলির নানতেরেতে ট্রাফিক চেকিংয়ের সময় এক কর্মকর্তার গুলিতে ১৭ বছর বয়সী নাহেল নিহত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার পাঁচ রাত ধরে সহিংস বিক্ষোভের সঙ্গে লড়াই করছে।
আলজেরীয় বংশোদ্ভূত নাহেল এম-এর হত্যার পর ফরাসি পুলিশের মধ্যে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের দীর্ঘদিনের অভিযোগ পুনরুজ্জীবিত হয়েছে।
২০১৭ সালে ম্যাক্রোঁ দায়িত্ব গ্রহণের পর থেকে এই ঘটনা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হয়ে উঠেছে। দাঙ্গা দমন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রবিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ৪৫ হাজার পুলিশ ও গেন্ডারমি মোতায়েন করবে।