সাবধান! ফোনে এই ৬টি অ্যাপ আছে? এখনই ডিলিট করুন

বর্তমান যুগে প্রযুক্তি তরতর করে উন্নতি করলেও তার সঙ্গে কিছু সমস্যা রেখে যাচ্ছে। হ্যাক করা বা ব্ল্যাকমেইল মাঝে মাঝেই হচ্ছে। এর জন্য দায়ী কিছু অ্যাপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Mobile

নিজস্ব সংবাদদাতা: প্রযুক্তি একদিকে উন্নত হচ্ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের (Hacker) সংখ্যা। ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক অ্য়াকাউন্ট। ব্যক্তিগত তথ্য হাতিয়ে ব্ল্যাকমেইল (Blackmail) করার ঘটনাও ঘটেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা ৬টি অ্যান্ড্রয়েড অ্যাপের ব্যাপারে (Android App) সতর্ক করে বলছেন যে গুগল প্লে স্টোর (Google Play Store) ও অ্যাপেল স্টোরে (Apple Store) থাকা বহুল পরিচিত এই অ্যাপগুলো ম্যালওয়্যার (Malware) ছড়িয়ে দিচ্ছে স্মার্টফোনে। অ্যাটম ক্লি-বুস্টার, অ্যান্টিভাইরাস-অ্যান্টিভাইরাস, সুপার ক্লিনার, আলফা অ্যান্টিভাইরাস, ক্লিনার-পাওয়ারফুল ক্লিনার-অ্যান্টিভাইরাস এবং সেন্টার সিকিউরিটি অ্যাপ আপনার ফোনে থাকলে সাবধান। অ্যান্টি-ভাইরাস সলিউশনের নামে এগুলো আসলে স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়িয়ে সব তথ্য লুট করে নেয়। এই শার্কবোট অ্যান্ড্রয়েড ইউজারদের ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে।

ad.jpg