নিজস্ব সংবাদদাতা: মৃত তিমির পেটের মধ্যে রয়েছে সোনা, জানালেন বিজ্ঞানীরা। ক্যানারি দ্বীপের (Canary island) নগলেস বীচের কাছে পাওয়া গিয়েছে এই মৃত তিমির দেহ। পালমাস বিশ্ববিদ্যালয়ের প্রাণী স্বাস্থ্য বিষয়ের গবেষক অ্যান্তেনিও ফার্নান্দেজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই তিমি মাছের মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে এই বিষয়টি জানতে পারেন।
তিমির আকস্মিক মৃত্যু হল কেন, তা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন তিনি। গবেষণা চালাতে গিয়েই তিনি জানতে পারেন, তিমির পেটে রয়েছে ৯.৫ কেজি ওজনের সোনা। যার দাম প্রায় ২৫০,০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা। অ্যান্তেনিও জানিয়েছেন, কোনও ভাবে তিমি গিলে ফেলেছিল ওই সোনা। তার জন্যই তিমিটি মারা যায়।