মেয়েদের এবার ৯ বছরেই দেওয়া যাবে বিয়ে! পার্লামেন্টে বড় আইন আনার প্রস্তাব

মেয়েদের এবার ৯ বছরেই দেওয়া যাবে বিয়ে, কি আইন আনার প্রস্তাব দেওয়া হল পার্লামেন্টে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: ইরাকের পার্লামেন্টে এবার বড় আইন আনার প্রস্তাব দিল শিয়া সমর্থিত দলগুলি। তাদের প্রস্তাব, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৫ বছর থেকে কমিয়ে ৯ বছর করা। ইরাকের ১৯৫৯ সালের ব্যক্তিগত আইনের ১৮৮ নম্বর ধারা হিসাবে মেয়েদের বিয়ের বয়স হিসেবে বলা হয় ১৮ বছর।

Controversy Erupts Over Iraqi Legislation Seeking To Reduce Legal Age Of  Marriage For Girls To 9

তবে তা ১৫ বছর করা হয় পরবর্তীতে।

Iraq parliament elects nominee of pro-Iran list as speaker | The Times of  Israel

তবে এই আইনই মেনে নিতে পারছেন না শিয়া সমর্থিত দলগুলি।

Iraqi parliament passes controversial vote law amendments

 তারা ৯ বছরেই মেয়েদের বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই আইন পাস হলে মেয়েদের জন্য অবহেলা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এই আইনের বিরুদ্ধে সরব হয়েছে দেশের মহিলা এবং শিশু অধিকার সংগঠনগুলি। ফলে চরম শোরগোল শুরু হয়েছে।

Adddd