নিজস্ব সংবাদদাতা: ইরাকের পার্লামেন্টে এবার বড় আইন আনার প্রস্তাব দিল শিয়া সমর্থিত দলগুলি। তাদের প্রস্তাব, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৫ বছর থেকে কমিয়ে ৯ বছর করা। ইরাকের ১৯৫৯ সালের ব্যক্তিগত আইনের ১৮৮ নম্বর ধারা হিসাবে মেয়েদের বিয়ের বয়স হিসেবে বলা হয় ১৮ বছর।
তবে তা ১৫ বছর করা হয় পরবর্তীতে।
তবে এই আইনই মেনে নিতে পারছেন না শিয়া সমর্থিত দলগুলি।
তারা ৯ বছরেই মেয়েদের বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই আইন পাস হলে মেয়েদের জন্য অবহেলা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এই আইনের বিরুদ্ধে সরব হয়েছে দেশের মহিলা এবং শিশু অধিকার সংগঠনগুলি। ফলে চরম শোরগোল শুরু হয়েছে।