যৌথবাহিনী অভিযান শুরু করতেই গাজীপুরের একাধিক এলাকা আজ পুরুষ শূন্য

আশপাশের বাড়িঘরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ নেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bangladeshi army

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরীর ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। এছাড়া গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হওয়ার খবরে ওই এলাকায় বয়স্ক মহিলা ছাড়া অন্য মহিলারাও বাড়িঘর ত্যাগ করেছেন।

সরেজমিনে ওই এলাকায় গেলে দেখা যায়, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ির সামনের সোনালী রঙের প্রধান ফটকটি বন্ধ। ফটকের সামনে কাচের ভাঙা টুকরা ও কয়েকটি স্মারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য লাঠিসোঁটা, জুতা ও জামাকাপড় পড়ে আছে। রাস্তাটি দিয়ে লোকজনের চলাফেরা খুবই সীমিত। 

bgbhuyik

আশপাশের বাড়িঘরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ নেই। শুক্রবার রাতের ঘটনার পরপরই সবাই পালিয়ে গেছেন। কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় কেবল বয়স্ক মহিলারা রয়েছেন। বাকিরা চলে গেছেন অন্যত্র। সবার মাঝে ভয় ও আতঙ্ক।

শনিবার গভীর রাতে গাজীপুরসহ সারা বাংলাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে গঠিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে অর্ধশতাধিক অপরাধীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে যৌথবাহিনীর সদস্যদের কড়াকড়ি দেখা গেছে গাজীপুরে।

bangladesh army