চিকিৎসার অভাবে কাঁদছে বাসিন্দারা, গাজা ছাড়ার অনুমতি স্বাস্থ্য মন্ত্রকের

ইজরায়েলের অভিযানে গাজার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে গিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭,০০০ জন আহত ও অসুস্থ মানুষকে এলাকা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
gaza hospital.jpg

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের হামলার জেরে গাজার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে গিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র  আশরাফ আল-কুদরা বলেছেন, ৭,০০০ জন আহত ও অসুস্থ মানুষকে এলাকা ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা রাফাহ সীমান্ত দিয়ে মিশরে যেতে পারবেন। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরিসংখ্যান পর্যাপ্ত নয়। জীবন বাঁচানোর জন্য আরও অসুস্থ ও আহতদের গাজা থেকে বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে।