‘ভারতীয় সেনাবাহিনীর আরও ২-৩ দিন প্রয়োজন ছিল পাকিস্তানকে বোঝানোর জন্যে’: প্রাক্তন ডিজিপি
সংঘর্ষ বিরতির মাঝেই ভারতের শক্তি বৃদ্ধি, ‘ব্রহ্মস’-এর নতুন মারণ অস্ত্রে শান সেনাবাহিনীর
কাশ্মীর সমস্যার সমাধান হবে ট্রাম্পের হাত ধরে? প্রেসিডেন্ট নিজেই দিলেন আভাস
BREAKING : ১৯৭১-এ আমেরিকার হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ! বড় মন্তব্য করলেন সচিন পাইলট
BREAKING : পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করুন ব্রহ্মসের ক্ষমতা ! ব্রহ্মস মিসাইল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ
BREAKING : এখনও চলছে অপারেশন সিঁদুর ! যুদ্ধবিরতির মাঝেই বড় টুইট করলো ভারতীয় বায়ু সেনা
BREAKING : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সীমান্ত এলাকা ! স্বাভাবিক জীবনে ফিরছেন সাধারণ মানুষ
BREAKING : মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বশক্তি ! মোদির ভূয়সী প্রশংসা করলেন দিয়া কুমারী
BREAKING : ভারত-পাকিস্তান সমস্যায় বারবার বাইরের হস্তক্ষেপ ! হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি

গাজায় ফের রক্তাক্ত প্রহর, ৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৯০ জনের বেশি

গাজার খান ইউনিসে মানবিক অঞ্চলে আশ্রয় নেওয়া পরিবারদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৯০ জনের বেশি। নারী, শিশুসহ বহু নিরীহ মানুষের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর মানবিক সংকট।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : গাজার দক্ষিণে খান ইউনিস শহরের একটি অঞ্চলে আশ্রয় নেওয়া মানুষের উপর ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার রাতেই ১৫ জন মারা গেছেন, যাঁদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন ছিলেন আল-মাওয়াসি নামের একটি মানবিক শিবিরে, যেখানে আগেই স্থানচ্যুত হয়ে আশ্রয় নিয়েছিল অসংখ্য পরিবার।

publive-image

এই ঘটনার পাশাপাশি রাফাহ শহরে আরও কয়েকটি আলাদা হামলা চালানো হয়েছে, যেখানে অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মা এবং তাঁর ছোট মেয়েও রয়েছেন। গাজার ইউরোপীয়ান হাসপাতালে তাঁদের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

গত ৪৮ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল এখনো এই হামলাগুলির বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। তবে তারা আগেই জানিয়েছে যে গাজা জুড়ে আরও বড় পরিসরে অভিযান চালানো হবে এবং কিছু অংশকে "নিরাপত্তা এলাকা" হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে রাখা হবে, যাতে হামাসের ওপর চাপ তৈরি করা যায়।

এই মুহূর্তে গাজার প্রায় সব মানুষই জীবিকার জন্য নির্ভর করছেন দাতব্য রান্নাঘরের ওপর। প্রতিদিন মাত্র এক মিলিয়নের মতো প্রস্তুত খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে, যা দুই মিলিয়নের বেশি মানুষের জন্য একেবারেই কম। বাজারে খাবারের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের পক্ষে কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

publive-image

জাতিসংঘ বলছে, অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এটি গাজার সবচেয়ে বড় মানবিক সংকট। ওষুধ ও ত্রাণ সরবরাহও কার্যত বন্ধ করে রেখেছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে আহ্বান জানিয়েছে যেন তিনি গাজার পরিস্থিতি নিজের চোখে দেখেন এবং ত্রাণ প্রবেশের জন্য ইসরায়েলের ওপর চাপ তৈরি করেন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হাজার হাজার মানুষ জীবনের জন্য লড়াই করে যাচ্ছেন। অনেকেই তাদের প্রিয়জনকে হারাচ্ছেন, আর বাকিরা দিন কাটাচ্ছেন মৃত্যুভয়ের মধ্যে।