নিজস্ব সংবাদদাতা : ৭ অক্টোবর ২০২৩ তারিখে গাজায় ইসরায়েলি ও বিদেশী নাগরিকদের অপহরণের ঘটনার পর, ইসরায়েল দাবি করেছে যে মোট ২৫১ জনকে অপহরণ করা হয়েছে। এখন অব্দি পাওয়া শেষ খবর অনুযায়ী জানা গিয়েছে, অপহৃতদের মধ্যে ৯৮ জন এখনও গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে চারজন ২০১৪ এবং ২০১৫ সালের অপহরণকারীদের ভুক্তভোগী। ধারণা করা হচ্ছে, এই আটকদের মধ্যে দুজনের মৃত্যু ঘটেছে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, গাজায় আটকে থাকা লোকজনদের অবস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। মোট অপহৃতদের মধ্যে কতজন বেঁচে আছে, কতজনের মুক্তি হয়েছে; সে বিষয়টি এখনো ধোঁয়াশা। এই সংক্রান্ত তালিকাটিই এখনো আপডেট হচ্ছে। জানা গিয়েছে যারা এখনো বন্দী তাদের নামের তালিকা তৈরি হবে। যাদের এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আটকে রাখা হয়েছে সেই সকল বন্দিদের মুক্তির জন্য ইসরাইল ও অন্যান্য দেশগুলি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।