নিজস্ব সংবাদদাতাঃ জাপানের হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে শুক্রবার অর্থাৎ আজ জি-৭ এর নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। জি-৭ নেতারা হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে গাছের চারা রোপণ করেন। হিরোশিমা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর জি-৭ নেতারা একসঙ্গে ছবি তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।