নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্স জানিয়েছে, তারা সুদানে তাদের দূতাবাস বন্ধ করে দিচ্ছে, যেখানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে বিদেশিদের সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খার্তুমে ফরাসি মিশন 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' বন্ধ থাকবে এবং দেশ ছাড়তে চাওয়া প্রবাসীদের সমাবেশস্থল হিসেবে আর কাজ করবে না। ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ সহ ৩৬টি দেশ থেকে ৪৯১ জনকে বিমানে করে জিবুতিতে নিয়ে এসেছে ফ্রান্স। তবে মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী খার্তুমের বাইরে বসবাসরত কয়েকজন ফরাসি নাগরিকের কাছে পৌঁছাতে পারেনি কর্মীরা।