নিজস্ব সংবাদদাতা: গাজা হাসপাতালের ওপর এয়ার স্ট্রাইকে ক্ষুব্ধ গোটা বিশ্ব। বিশ্বের তাবড় তাবড় দেশের রাষ্ট্রপ্রধানেরা তীব্র ধিক্কার জানিয়েছেন এই ঘটনার। ইতিমধ্যেই ইসরায়েলে উড়ে গিয়েছেন জো বাইডেন। আর এবার এই ঘটনার তীব্র নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
এক্স হ্যান্ডেলে ম্যাক্রোঁ জানিয়েছেন, “কোনও কিছুর বিনিময়েই হাসপাতালের ওপর আঘাত হানাকে সমর্থন জানানো যায় না। বেসামরিক নাগরিকদের টার্গেট করাকে কোনো কিছুর বিনিময়েই সমর্থন করা যায় না। ফ্রান্স গাজার আল-আহলি আরব হাসপাতালে হওয়া হামলার তীব্র নিন্দা করছে, যে হামলার শিকার হয়েছে বহু ফিলিস্তিনি। আমাদের সমবেদনা তাদের সাথে আছে। পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছি”।