নিজস্ব সংবাদদাতা : মার্কিন সামরিক বাহিনীর একটি ফেসবুক পেজ থেকে হামলায় জড়িত সন্দেহভাজন শামসুদ-দীন জব্বারের ছবি পাওয়া গেছে, যা এফবিআই কর্তৃক প্রকাশিত ছবির সাথে মিলে যাচ্ছে।
এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানা গিয়েছে, ১ম ব্রিগেড কমব্যাট টিম, ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের একটি ফেসবুক পৃষ্ঠায় একটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে ইউনিফর্ম পরা এক ব্যক্তিকে কম্পিউটারে কাজ করতে দেখা যাচ্ছে। ছবিটি মার্কিন সেনাবাহিনীতে জব্বারের ভূমিকা এবং সময়ের সাথে সঙ্গতিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, একটি সরানো লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, শামসুদ-দীন জব্বার ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনাবাহিনীতে মানবসম্পদ ও আইটি সম্পর্কিত বিভিন্ন পদে কাজ করেছিলেন।