নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টির কারণে হঠাৎ করেই দেখা দিয়েছে বন্যা। যে কারণে নিউ ইয়র্কে জারি হল জরুরি অবস্থা। এই বন্যার ফলে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত রবিবার হাডসন ভ্যালিতে বন্যার ফলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিউ ইয়র্কে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যে সকল নাগরিক নিচু এলাকায় থাকেন বা বেসমেন্ট অ্যাপার্টমেন্টে বসবাস করেন, তাদের দ্রুত কোনও উঁচু জায়গায় বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। নিউ ইয়র্ক সরকার জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাতে আর কোনও মৃত্যুর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক করা হয়েছে।