নিজস্ব সংবাদদাতা: "নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ সেই দেশের বিভিন্ন অংশের জন্য বন্যা সতর্কতা জারি করে মানুষকে সতর্ক করে দিয়েছে। যে নোটিশ তাতে লেখা ভারী বৃষ্টিপাতের পরে বিভিন্ন নদীর জলের স্তর বাড়তে থাকবে। সতর্কতা অবলম্বন করতে হবে"।
The Department of Flood Forecasting Division, Nepal, issues a flood alert for various parts of the country warning people that the water levels of various rivers will continue to rise following heavy rainfall, asking to exercise caution. pic.twitter.com/DbH8EfGKyX