ফের বন্যা বাংলাদেশে

বাংলাদেশে ফের বন্যা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
g

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বাংলাদেশে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে। এ বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩ টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০ টি গ্রাম জলে প্লাবিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক নারীর মরদেহের সঙ্গে ভেসে গেছে তার শিশু সন্তান। তবে মা-শিশুর পরিচয় জানা যায়নি।  শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঘবেড় এলাকায় মায়ের সঙ্গে ভেসে যায় শিশুটি। পাহাড়ি ঢলে শেরপুরের মহারশি, ভোগাই ও চেল্লাখালী নদীর জল বাড়তে থাকে, যা পরবর্তীতে বন্যার বৃষ্টি করে।

বন্যা থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।

বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। জলবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর জল বাড়তে শুরু করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী দুটির বাঁধ ভেঙে জল উপচে পড়ছে। জলের তোড়ে প্লাবিত হয়েছে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়নসহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা। চেল্লাখালী নদীর জলে তলিয়ে গেছে নন্নী-আমবাগান সড়ক, নন্নী-মধুটিলা ইকোপার্ক সড়ক, আমবাগান-বাতকুচি সড়ক। পাহাড়ি ঢলে সড়ক ভেঙে ঢাকার সঙ্গে শেরপুর হয়ে নালিতাবাড়ীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই। জলবন্দি মানুষকে উদ্ধারে কাজ করছে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। জলবন্দি মানুষকে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী। ত্রাণ নিতে জলবন্দি মানুষ ভিড় করছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে।