নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই বিমানবন্দরের এক যাত্রী দেব মোহান্তি বলেছেন, " আমার গোয়া যাওয়ার একটি ফ্লাইট ছিল এবং সেটি বাতিল করা হয়েছে ৷ কিন্তু, ইন্ডিগো আমাদের টেক্সট বা ই-মেইলের মাধ্যমে তা জানায়নি ৷ আমরা এমন কোনো তথ্য পাইনি যে ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর, সিআইএসএফ কর্মকর্তারা আমাকে জানান যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ইন্ডিগো কোনো ব্যবস্থা করেনি সেই জন্য। বিকল্প ব্যবস্থার জন্য এখন কি করনীয় সেটাই দেখার। "
/anm-bengali/media/post_attachments/314f5003dcdedb55ec614f80d0bc8e797f77bda4f05e67af0a291c063212f03f.jpg)