নিজস্ব সংবাদদাতা: গতকালের ভয়ঙ্কর দৃশ্যের পর পেরিয়েছে গোটা একটা দিন। তবে এখনও বাংলাদেশের অলিতে-গলিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। যদিও, রাষ্ট্রপতির ঘোষণার পরই ভোর ৬টা থেকে শিথিল করা হয়েছে কার্ফু। আজ থেকে বাংলাদেশের সমস্ত বেসরকারি, সরকারি অফিস ও আদালত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার পর সতর্ক হয়ে গিয়েছে ভারত। ভারত-বাংলাদেশের মধ্যে আপাতত যাবতীয় যোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়েছে। ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা আপাতত স্থগিত। দুই বঙ্গের আকাশপথে উড়বে না কোনও বিমান। অন্যদিকে, রেল লাইনে চাকা গড়াবে না দুই বঙ্গের মধ্যে। বন্ধ মৈত্রী এক্সপ্রেসের যাত্রাপথ। মৈত্রী বাস পরিষেবাও গতকাল থেকেই বন্ধ করা হয়েছে। আগামী দিন গুলোর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা যাচ্ছে।