নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দি বিষয়ক মন্ত্রণালয় এবং প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি জানিয়েছে যে, ইসরায়েলে আটক হওয়া পাঁচজন ফিলিস্তিনি গাজার একটি হাসপাতালে মারা গেছেন।
প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনা এএফপি বার্তা সংস্থাকে নিশ্চিত করেছেন যে, নিহত পাঁচজনের মধ্যে দুজন গতকাল মারা গেছেন এবং বাকি তিনজন পূর্বে মারা গেছেন। সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় এই পাঁচ বন্দিকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে কয়েকজন উত্তর থেকে দক্ষিণে পালিয়ে যাচ্ছিল।
এর আগে চার বন্দীর নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি আরও জানিয়েছে, অতিরিক্ত এক বন্দী আশরাফ মোহাম্মদ আবু ওয়ার্দা (৫১) গতকাল ইসরায়েলের সোরোকা হাসপাতালে মারা গেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করার জন্য এএফপির কাছ থেকে কোনো বিস্তারিত তথ্য প্রদান করেনি।