নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে গ্রীকে শুরু হয়েছে নির্বাচন। ভোটের আগে নির্বাচনী জালিয়াতির অভিযোগে মধ্যাঞ্চলীয় শহর কার্দিৎসা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
থেসালির জেনারেল রিজিওনাল পুলিশ ডিরেক্টরেট জানিয়েছে, শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।ঘটনাস্থল থেকে ১৯৭টি আইডি কার্ড, পাসপোর্ট, আইডি কার্ডের দুটি ফটোকপি এবং ১১৪টি বন্ধ খামসহ একটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের কাছ থেকে মোট ৬,০৬০ ইউরো পাওয়া গেছে। সূত্রে খবর, তদন্তে ভোট কেনার চেষ্টার প্রমাণ পাওয়া গেছে।