Bangladesh Shopping Complex Fire: ছয় ঘণ্টা পার নেভেনি আগুন

বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় আগুন লাগে শনিবার (১৫ এপ্রিল) ভোরে। ফায়ার সার্ভিস কাজ শুরু করে ৫টা ৪০ মিনিটে।

author-image
Aniruddha Chakraborty
New Update
adwefs

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকার নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় আগুন লাগে শনিবার (১৫ এপ্রিল) ভোরে। ফায়ার সার্ভিস কাজ শুরু করে ৫টা ৪০ মিনিটে। ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের এসি আব্দুল আল মাসুম জানিয়েছেন, নিউ সুপার মার্কেটে সিটি কর্পোরেশনের থেকে নিবন্ধিত দোকানের সংখ্যা ১১০০। কিন্তু বাস্তবে এর চেয়েও বেশি দোকান রয়েছে মার্কেটটিতে। মার্কেটের তিন তলা থেকে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত ব্যবসায়ীরা নিচতলা ও দুই তলা থেকে জীবনের ঝুঁকি নিয়ে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। তবে নিউ সুপার মার্কেটের অন্যান্য ব্লকে বা নিউ মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।