হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় টুপি তৈরির কারখানায় রবিবার রাত ৯টার দিকে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গীর সাতাইশে বিদেশি টুপি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সম্পূর্ণ রপ্তানিমুখী টুপি তৈরির জিজে ক্যাপস এন্ড হেডওয়ার নামক কারখানাটিতে ১৬৫০ জন শ্রমিক কাজ করতো।
সূত্রে খবর, কারখানাটির ৭তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন নেভাতে সেনাবাহিনীও যোগ দেয়।
উল্লেখ্য, এর আগে রবিবার বিকেল পৌনে তিনটের দিকে গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, গাজীপুরের দুটি ও উত্তরার তিনটি ইউনিটসহ আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারও আগে দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগার পাঠান পাড়া এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড নামক কারখানায় আগুন লেগেছিল। রবিবার গাজীপুরের ৩টি স্থানে আগুনের ঘটনা ঘটে।