ফের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ভস্মীভূত শতাধিক ঘর

ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে (Bangladesh)। এবার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে (Rohingya Camp) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শতাধিক ঘর পুড়ে গিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
জমহ্নবফচক্স

নিজস্ব সংবাদদাতাঃ ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে (Bangladesh)। এবার কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় শতাধিক ঘর পুড়ে গিয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশ্রয় শিবিরটি বাঁশ এবং প্লাস্টিক দিয়ে তৈরি। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারপর দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ-প্রশাসনের তরফে ওই শিবিরের বাসিন্দাদের নিরাপদে বের করে নিয়ে আসায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) মো. এরফালুন হক চৌধুরী বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় শতাধিক ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’