বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, মৃত ৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন। ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে যে, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ জনের। বিষাক্ত গ্যাসের জন্য আরও কয়েকজন আবাসিকের মৃত্যু হয়েছে। 

author-image
Ritika Das
New Update
italy (1).jpg

নিজস্ব সংবাদদাতা: বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন (Fire), যার জেরে প্রাণ হারালেন ৬ জন। ঘটনাটি ঘটেছে ইতালির (Italy) মিলানে (Milan)। শুক্রবার দিন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মিলানের একটি বৃদ্ধাশ্রমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সময় লেগেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৮০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। 

দমকল কর্মীরা জানিয়েছে, ভবনের নীচের তলা থেকে আগুনের সূত্রপাত। তারপর খুব দ্রুত আগুন ভবনের বাকি অংশে ছড়িয়ে পড়ে। সারা ভবনে ছড়িয়ে পড়েছিল প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া। মিলানের মেয়র জিউসেপ সালা ঘটনাস্থলে আসেন। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ভবনের ২ বাসিন্দার। বাকি ৪ জনের মৃত্যু হয়েছে  বিষাক্ত ধোঁয়ার ফলে। মেয়র আরও জানান, ওই ভবনে ১৬৭ জন বসবাস করতেন।