নিজস্ব সংবাদদাতা: ১৯৬০ সালের পর এই প্রথম, ফের হলিউড জুড়ে বনধের ডাক। রাইটার্স গিল্ড বনধ ডেকেছে। রাইটার্স গিল্ডের এই বনধে সামিল হয়েছেন হলিউডের অভিনেতারা। ফলে আপাতত বন্ধ হলিউড পাড়া। বেশ কিছু এ গ্রেডের অভিনেতাও এই বনধে সামিল হয়েছেন।
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশনের অধীনে প্রায় এক লক্ষ ৬০ হাজার মানুষ কাজ করে। তারা সকলেই এই আন্দোলনে সামিল হয়েছে। জনপ্রিয় তারকাদের মধ্যে জেনিফার লরেন্স এবং মেরিল স্টিপ এই আন্দোলনে সামিল হয়েছেন। রাইটার্স গিল্ডের ধর্মঘটের ফলে প্রায় সমস্ত ছবি নির্মাণের কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে।