নিজস্ব সংবাদদাতা: শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার তিব্বতে কমপক্ষে 53 জন নিহত হয়েছে এবং পশ্চিম চীনের অঞ্চল এবং নেপালের সীমান্তের ওপারে কয়েক ডজন আফটারশক কাঁপানোয় আরও অনেকে আটকা পড়েছে।
চায়না সিনহুয়া নিউজ টুইট করেছে, "মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং ৬২ জন আহত হয়েছে সকাল ৯:০৫ মিনিটে (বেইজিং সময়) জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পের পরে"।
জরুরী ব্যবস্থাপনা মন্ত্রক জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে থাকা লোকদের সন্ধানে প্রায় 1,500 দমকল ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।