সইফ আলি কাণ্ডে ধৃত ব্যক্তির বাবা বাংলাদেশের BNP নেতা! উঠছে বিস্ফোরক অভিযোগ

মুম্বাইয়ে অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরিফুল ইসলাম শেহজাদের বাবা রুহুল আমিন দাবি করেছেন, তাঁর ছেলে নির্দোষ এবং মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
োূূমো


নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ে অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরিফুল ইসলাম শেহজাদের বাবা রুহুল আমিন দাবি করেছেন, তাঁর ছেলে নির্দোষ এবং মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রুহুল আমিন, যিনি বাংলাদেশে বিএনপির একজন নেতা, বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে তাঁর ছেলের চেহারার কোনও মিল নেই।

রুহুল আমিন আরও বলেন, "আমার ছেলে গত ৩০ বছরে কখনও চুল বড় রাখেনি। সিসিটিভিতে যাকে দেখা যাচ্ছে, সে আমার ছেলে নয়। হাসিনা সরকারের অত্যাচারের কারণে ও বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে বাধ্য হয়। ভারতে ও একটি চাকরি করছিল এবং ভালো কাজের জন্য ওকে পুরস্কৃতও করা হয়েছিল।"

এদিকে, সইফ হামলা মামলার তদন্ত নিয়ে মুম্বাই পুলিশকে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা নানা পাটোলে বলেন, "সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি এবং গ্রেফতার হওয়া শরিফুল ইসলাম কি একই ব্যক্তি? পুলিশকে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে, ধর্ম দেখে নয়।"

কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বাইয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। পাটোলে আরও বলেন, "যদি সইফ আলি খানের মতো একজন অভিনেতা বান্দ্রার মতো নিরাপদ এলাকায় আক্রান্ত হতে পারেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠবে।"