নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ বাস দুর্ঘটনা। ম্যানহাটনে ঘটল এই দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ম্যানহাটনে নিউইয়র্ক সিটির একটি যাত্রীবাহী বাস অপর একটি ডাবল-ডেকার ট্যুর বাসকে ধাক্কা মারে। এই ঘটনার ফলে গুরুতর জখম হয়েছেন ১৮ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ ম্যানহাটনের ফার্স্ট অ্যাভিনিউতে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির যাত্রীবাহী বাসের পেছনে এসে ধাক্কা মারে ওই ডাবল-ডেকার বাস। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই বাসের সামনের কাচ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ডাবল-ডেকার বাসের চালক।
উভয় বাসের মধ্যেই মানুষের ভিড় ছিল। ঘটনাস্থলেই ৬৩ জন যাত্রীর চিকিৎসা করা হয়েছে। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ যাত্রীই জখম হয়েছেন। কিছু যাত্রী গলায় ও ঘাড়ে চোট পেয়েছে। তাঁদের চিকিত্সা চলছে।