নিজস্ব সংবাদদাতা: 'ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস'-এর তরফে একটি ভিডিও সামনে এসেছে।
জানানো হয়েছে, "প্রান্ত তালুকদার নামে এক হিন্দু ছেলেকে চট্টগ্রামে নিজ বাড়ি থেকে অপহরণ করেছে 'জামায়াতে ইসলামীরা'। একজন বন্ধু জানিয়েছে যে তাকে ফেসবুকে ইসকন এবং চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে একটি পোস্টের কারণে তাকে অপহরণ করা হয়েছে"৷
তবে বর্তমানে খোঁজ মিলেছে অপহৃত যুবকের। হিন্দু যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।