বাংলাদেশ সীমান্তে একের পর এক বিস্ফোরণ, গুলির আওয়াজ! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

বুধবার রাতে সীমান্তের থেকে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। তার সঙ্গে চলছে গুলির শব্দ।

author-image
Tamalika Chakraborty
New Update
myanmar army

নিজস্ব সংবাদদাতা:  বুধবার রাতে সীমান্তের থেকে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। তার সঙ্গে চলছে গুলির শব্দ। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপের বাসিন্দারা এই আওয়াজ শুনতে পান। স্থানীয় বাসিন্দারা জানিয়ছেন মর্টারের আওয়াজও সুনতে পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের নাগরিকরা দাবি করেছেন, টেকনাফ এবং বান্দরবনের বেশ কিছুটা অংশ হয়ত আরাকান আর্মি দখল করে নিয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

 বর্তমানে রাখাইন প্রদেশের সিংহভাগটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই রাখাইন প্রদেশের সঙ্গেই বাংলাদেশের ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।  প্রসঙ্গত, অনুমান করা হচ্ছে, বাংলাদেশ আরকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করতে চাইছে। ২০১৭ সাল থেকে এই বছর মংডু দখলের আগে পর্যন্ত বাংলাদেশে প্রায় ৮ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছিল মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে। বাংলাদেশের ৩৩টি শিবিরে মোট ১২ লাখ রোহিঙ্গা বসবাস করে বলে জানা গিয়েছে।