তেল পরিশোধনাগারে বিস্ফোরণ- জানুন আজকের বিরাট খবর

তেল পরিশোধনাগারে বিস্ফোরণ! কোথায়?

author-image
Debapriya Sarkar
New Update
Russia

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সশস্ত্র বাহিনী সূত্রের খবর, ইউক্রেনের সিস্টেম বাহিনী এবং এমডিআই ইউনিটগুলি রাশিয়ার "রিয়াজান তেল পরিশোধন কোম্পানি"তে একাধিক আক্রমণ করেছে। এ আক্রমণে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে।

russiamoscow

উল্লেখ্য, রিয়াজান তেল পরিশোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম, যেখানে ডিজেল ও জেট জ্বালানি উৎপাদিত হয় এবং যা রুশ সেনাবাহিনীকে সরবরাহ করা হয়।

এছাড়া, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বাহিনী কুর্স্ক অঞ্চলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর ফরোয়ার্ড কমান্ড পোস্টেও আঘাত করেছে। আঘাতের ফলাফল সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।