নিজস্ব সংবাদদাতা: সকালেই সামনে এল খবর। আর তাতেই বোঝা গিয়েছিল বিষয়টি। বিক্রি করে দেওয়া হল দু’ধরনের ৫টি বিলাসবহুল বিমান। নোটিশ দিয়ে জানানো হল বিষয়টি।
এদিন একটি নোটিশ জারি করে, নেপাল এয়ারলাইনস কর্পোরেশন জানিয়েছে, তারা দুটি এমএ-60 এবং তিনটি ওয়াই-12 ই বিমান বিক্রির জন্য দরদাতাদের আহ্বান জানিয়েছে। মূলত, এই বিমানগুলির পিছনে রক্ষণাবেক্ষণের জন্য বিশাল ব্যয় করতে হত সংস্থাকে। তাই বিমানগুলিকে "সাদা হাতি" হিসাবেও চিহ্নিত করা হত। স্বাভাবিক ভাবেই সেই সকল ‘সাদা হাতি’কেই এবার বিক্রি করে দিচ্ছে নেপাল এয়ারলাইনস।