নিজস্ব সংবাদদাতা: একদা পাক ক্রিকেট অধিনায়ক, তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় ফৌজদারি দণ্ডবিধির ১৭৪ নম্বর ধারা অনুযায়ী ৩ বছরের হাজতবাসের নির্দেশ দিল ইসলামাবাদের আদালত। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে তাঁকে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা তছরূপের মামলার শুনানিতে ইসলামাবাদের নিম্ন আদালত এই নির্দেশ দেয়। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবার উচ্চ আদালতে মামলা করবেন বলে জানা গেছে। তবে শুধু কারাবাসের সাজা নয়, এবার ৫ বছরের মধ্যে ভোটেও লড়তে পারবেন না এই প্রাক্তন প্রধানমন্ত্রী।
জানা গেছে যে শুনানির সময়ে আদালতে উপস্থিত ছিলেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পরে লাহোরে তাঁর বাসভবন থেকে পাকিস্তান পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।