নিজস্ব সংবাদদাতা: মহাকাশে থাকার পরিকল্পনা ছিল মাত্র ৮ দিনের, কিন্তু সেটাই বাড়তে বাড়তে হয়ে যায় ২৮৬ দিন! প্রায় ৯ মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের সঙ্গে আরও দুই মহাকাশচারী—আমেরিকার নিক হগ ও রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ—ফিরেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। নিক ও আলেকজান্ডার মহাকাশে ছিলেন ১১৭ দিন।
১৭ ঘণ্টার যাত্রা শেষে, ভারতীয় সময় বুধবার ভোর ৩:২৭-এ ফ্লোরিডার সমুদ্রে নিরাপদে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান। ড্রাগন ক্যাপসুল থেকে বের হওয়ার সময় হাসিমুখে হাত নাড়তে দেখা যায় সুনীতাকে, যা পৃথিবীতে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করে।
/anm-bengali/media/media_files/2024/10/29/MkcimkR70oJv4bdWCFzf.jpg)
তবে পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনীতা ও বুচ। নাসার নিয়ম অনুযায়ী, তাঁদের সরাসরি নিয়ে যাওয়া হবে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে, যেখানে ‘ক্রু কোয়ার্টারে’ রাখা হবে তাঁদের। সেখানে চলবে বিস্তারিত শারীরিক পরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শরীরে নানা পরিবর্তন আসে। কথা বলার ধরনে পরিবর্তন হতে পারে, তাই তাঁদের মানসিক সহায়তা দেওয়া হবে। পেশি ও হাড় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য নিয়মিত ফিজিওথেরাপি চলবে। এই পুনর্বাসন প্রক্রিয়া প্রায় ৪৫ দিন ধরে চলবে, যেখানে তাঁরা মহাকাশে কাটানো সময়ের অভিজ্ঞতাও শেয়ার করবেন।