১৭ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে সুনীতারা! তাঁদের নিয়ে কী পরিকল্পনা নাসার

সুনীতারা পৃথিবীর মাটি ছুঁলেও এখনই বাড়ি যেতে পারবেন না।

author-image
Tamalika Chakraborty
New Update

নিজস্ব সংবাদদাতা: মহাকাশে থাকার পরিকল্পনা ছিল মাত্র ৮ দিনের, কিন্তু সেটাই বাড়তে বাড়তে হয়ে যায় ২৮৬ দিন! প্রায় ৯ মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের সঙ্গে আরও দুই মহাকাশচারী—আমেরিকার নিক হগ ও রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ—ফিরেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। নিক ও আলেকজান্ডার মহাকাশে ছিলেন ১১৭ দিন।

১৭ ঘণ্টার যাত্রা শেষে, ভারতীয় সময় বুধবার ভোর ৩:২৭-এ ফ্লোরিডার সমুদ্রে নিরাপদে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান। ড্রাগন ক্যাপসুল থেকে বের হওয়ার সময় হাসিমুখে হাত নাড়তে দেখা যায় সুনীতাকে, যা পৃথিবীতে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করে।

sunita williams

তবে পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনীতা ও বুচ। নাসার নিয়ম অনুযায়ী, তাঁদের সরাসরি নিয়ে যাওয়া হবে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে, যেখানে ‘ক্রু কোয়ার্টারে’ রাখা হবে তাঁদের। সেখানে চলবে বিস্তারিত শারীরিক পরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শরীরে নানা পরিবর্তন আসে। কথা বলার ধরনে পরিবর্তন হতে পারে, তাই তাঁদের মানসিক সহায়তা দেওয়া হবে। পেশি ও হাড় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য নিয়মিত ফিজিওথেরাপি চলবে। এই পুনর্বাসন প্রক্রিয়া প্রায় ৪৫ দিন ধরে চলবে, যেখানে তাঁরা মহাকাশে কাটানো সময়ের অভিজ্ঞতাও শেয়ার করবেন।