Russia Civil War: পুতিনের পাশে তুরস্ক

রাশিয়ায় আসন্ন গৃহযুদ্ধ। রাশিয়ার রাস্তায় টহল দিচ্ছে ওয়াগনার যোদ্ধারা।

author-image
Aniruddha Chakraborty
New Update
g

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।  এরদোগানের কার্যালয় জানিয়েছে, বৈঠকে রাশিয়ার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সাধারণ জ্ঞান নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান বলেন, "তুরস্ক যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানে তার ভূমিকা পালন করতে প্রস্তুত।" 

ক্রেমলিন এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এরদোগান পুতিনের প্রতি তার 'পূর্ণ সমর্থনের' অঙ্গীকার করেছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, 'তুরস্কের উদ্যোগে ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট সশস্ত্র বিদ্রোহের চেষ্টার বিষয়ে দেশটির পরিস্থিতি সম্পর্কে এরদোগানকে অবহিত করেছেন। তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুশ নেতৃত্বের গৃহীত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।'