নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতিদ্বন্দ্বী সোমবারের নির্বাচনে জয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন, যখন প্রায় সম্পূর্ণ ফলাফলে দেখা গেছে যে কোনও প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি।
কামাল কিলিচদারোগলু বলেন, 'আমাদের দেশ যদি দ্বিতীয় রাউন্ড বলে, তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় রাউন্ডে জিতব। সমাজে পরিবর্তনের ইচ্ছা ৫০ শতাংশেরও বেশি।"
এদিকে এরদোগান তার সমর্থকদের উদ্দেশে বলেন, 'জনগণ যদি আমাদের দ্বিতীয় দফায় নিয়ে যায়, তাহলে আমরা সেটাকেও সম্মান জানাব।'