নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের এই তাণ্ডবলীলায় যে শুধু সাধারণ মানুষের প্রাণ গেছে তেমনটা নয়, এই উত্তেজনার শিকার হয়েছেন পুলিশ প্রশাসনও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে প্রাণ দিতে হয়েছে বহু পুলিশকেই। তেমনই এক ঘটনা এবার প্রকাশ্যে এলো।
যা জানা যাচ্ছে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রবিবার যখন বিক্ষোভকারীরা আন্দোলন চালাচ্ছেন, সেই সময় পুলিশ প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিশাল সংখ্যক হামলাকারীদের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের। তবে আত্মসমর্পণ করলেও নিস্তার পাননি তারা।
বাঁচার তাগিদে দৌড়ে পালানোর চেষ্টা করেন থানার ৪০ জন পুলিশ সদস্য। তাঁদের কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচালয়ে, তো আবার কেউ জঙ্গলে আশ্রয় নেন। কিন্তু লুকিয়েও কোনও লাভ হয়নি। সেখান থেকেই খুঁজে খুঁজে ১৪ জনকে পিটিয়ে হত্যা করে বিক্ষোভকারীরা। বাঁচতে চেয়েও মৃত্যুর কাছেই মাথানত করতে হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের।